ডেস্ক নিউজঃ
কেউ তাকে চেনে না অথচ তার রেখে যাওয়া সংগঠনের নেতাকর্মী সাংবাদিকের অভাব নাই।
মৃত্যুর এত বছর পরেও মেটেনি তার নামে গীবত করা। তার স্বরণ নেই অথচ তার রেখে যাওয়া সংগঠনের দাবিদার সবাই। বাহ্ কি সেলুকাস।
দু"দিন ধরে যারা তার রেখে যাওয়া সংগঠনের নেতৃত্ব দেয় তারাও তাকে চেনে না।
বেমালুম ভূলে গেছে এই লোকটিকে,
নূন্যতম সম্মানটুকুও জানানোর প্রযোজন মনে করেনি দীর্ঘ এ ৪টি বছর।
হ্যা বলছি বিশিষ্ট সাংবাদিক আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আশুলিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ইসরাইল সিকদারের কথা। যিনি জীবদ্দশায় কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় মিডিয়া সাপ্তাহিক দুণীর্তির চিত্র, দৈনিক সরেজমিন,দৈনিক ভোরের ডাক,ইসলামিক টিভি ও সর্বশেষ দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি হিসেবে। পিআইডি কার্ডধারী এই সাংবাদিক ২০১৬ সালের ৬জুলাই সকাল ৭টার দিকে নিজ গ্রামের বাড়ি খুলনা যাবার পথে গোপালগঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার অনেক ঘনিষ্ঠ সহচরদের দেখলাম তারাও বেমালুম ভুলে গেছে তাকে। গতকাল ৬ই জুলাই ছিল তার ৪র্থ মৃত্যুবার্ষিকী, অনেকটা নিরভে নিভৃতেই কেটে গেল দিনটি । কারো স্বরণে আসেনি দিনটি আর কেউ ইচ্ছে করেই স্বরণ করেনি।
জানি তুমি তোমার কর্মের মাঝেই বেচেঁ রবে কারো না কারো অন্তরে।
তবুও মহান সৃষ্টিকর্তার নিকট ফরিয়াদ তিনি যেন তোমাকে ক্ষমা করে জান্নাতবাসি করেন।
লেখকঃ মাসুদ রানা
(মরহুম ইসরাইল সিকদারের রেখে যাওয়া আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক)
Ami onake chini. Akjon valo moner manush chhilen.allah onake behesto nosib korun. Ranju
ReplyDelete