কুষ্টিয়ায় শোক র‌্যালিতেআওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত - ashulia news 24

topads

Ads Here

Saturday, August 15, 2015

কুষ্টিয়ায় শোক র‌্যালিতেআওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

 
 
 
আশুলিয়া নিউজ ২৪: কুষ্টিয়া সদরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০/১৫ জন। শনিবার দুপুরে শোক র‌্যালি নিয়ে শহরের মজুমপুর গেটে জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রুপ।
 
নিহত সবুজ (২৩) শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের সমর্থক। তার বাড়ি ঢাকা ঝালু পাড়া এলাকায়।
 
জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এক শোক র‌্যালি নিয়ে মজুমপুর গেটে আসে মোমিজ গ্রুপের সমর্থকরা। এ সময় জেলা সেচ্ছাসেবক লিগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজের সমর্থকদের সঙ্গে তার সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোমিজ গ্রুপের কর্মী সবুজ (২৩)।
 
এছাড়াও আহত ১০/১৫ জনের মধ্যে বিদ্যুত্ ও আজমলের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
কুষ্টিয়া শহরে জাতীয় শোক দিবসের কর্মসূচীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে সবুজ নামে একজন নিহত ও গুলিবিদ্ধসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের মজমপুর গেট এলাকায় এ ঘটনা ঘটে। শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
<a href='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=acd94d5f' target='_blank'><img src='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=780&n=acd94d5f' border='0' alt='' /></a>
নিহত সবুজ ঢাকা ঝালু পাড়া এলাকার মোবারকের ছেলে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ শহরের মিলপাড়া এলাকা থেকে বিশাল শোক র‌্যালি বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর বাসস্ট্যান্ডের কাছে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে সমাবেশ করে।এ সময় নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিস্কৃত কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা র‌্যালী ও সমাবেশে যোগ দিতে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে সেখানে ৩-৪ রউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে।প্রায় আধা ঘন্টা ব্যাপী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের কর্মী সবুজ (২৩), বিদ্যুৎ (৩৮) ও আজমল হোসেনকে (২৮) ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সবুজকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ ও আজমল হোসেনের অবস্থায়ও আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ নিহত সবুজকে যুবলীগ কর্মী বলে দাবি করেছেন। - See more at: http://www.jugantor.com/current-news/2015/08/15/308328#sthash.jlaquL0N.dpuf
কুষ্টিয়া শহরে জাতীয় শোক দিবসের কর্মসূচীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে সবুজ নামে একজন নিহত ও গুলিবিদ্ধসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের মজমপুর গেট এলাকায় এ ঘটনা ঘটে। শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
<a href='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=acd94d5f' target='_blank'><img src='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=780&n=acd94d5f' border='0' alt='' /></a>
নিহত সবুজ ঢাকা ঝালু পাড়া এলাকার মোবারকের ছেলে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ শহরের মিলপাড়া এলাকা থেকে বিশাল শোক র‌্যালি বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর বাসস্ট্যান্ডের কাছে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে সমাবেশ করে।এ সময় নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিস্কৃত কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা র‌্যালী ও সমাবেশে যোগ দিতে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে সেখানে ৩-৪ রউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে।প্রায় আধা ঘন্টা ব্যাপী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের কর্মী সবুজ (২৩), বিদ্যুৎ (৩৮) ও আজমল হোসেনকে (২৮) ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সবুজকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ ও আজমল হোসেনের অবস্থায়ও আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ নিহত সবুজকে যুবলীগ কর্মী বলে দাবি করেছেন। - See more at: http://www.jugantor.com/current-news/2015/08/15/308328#sthash.jlaquL0N.dpuf
কুষ্টিয়া শহরে জাতীয় শোক দিবসের কর্মসূচীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে সবুজ নামে একজন নিহত ও গুলিবিদ্ধসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের মজমপুর গেট এলাকায় এ ঘটনা ঘটে। শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
<a href='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=acd94d5f' target='_blank'><img src='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=780&n=acd94d5f' border='0' alt='' /></a>
নিহত সবুজ ঢাকা ঝালু পাড়া এলাকার মোবারকের ছেলে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ শহরের মিলপাড়া এলাকা থেকে বিশাল শোক র‌্যালি বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর বাসস্ট্যান্ডের কাছে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে সমাবেশ করে।এ সময় নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিস্কৃত কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা র‌্যালী ও সমাবেশে যোগ দিতে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে সেখানে ৩-৪ রউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে।প্রায় আধা ঘন্টা ব্যাপী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের কর্মী সবুজ (২৩), বিদ্যুৎ (৩৮) ও আজমল হোসেনকে (২৮) ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সবুজকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ ও আজমল হোসেনের অবস্থায়ও আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ নিহত সবুজকে যুবলীগ কর্মী বলে দাবি করেছেন। - See more at: http://www.jugantor.com/current-news/2015/08/15/308328#sthash.jlaquL0N.dpuf
কুষ্টিয়া শহরে জাতীয় শোক দিবসের কর্মসূচীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে সবুজ নামে একজন নিহত ও গুলিবিদ্ধসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের মজমপুর গেট এলাকায় এ ঘটনা ঘটে। শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
<a href='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=acd94d5f' target='_blank'><img src='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=780&n=acd94d5f' border='0' alt='' /></a>
নিহত সবুজ ঢাকা ঝালু পাড়া এলাকার মোবারকের ছেলে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ শহরের মিলপাড়া এলাকা থেকে বিশাল শোক র‌্যালি বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর বাসস্ট্যান্ডের কাছে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে সমাবেশ করে।এ সময় নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিস্কৃত কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা র‌্যালী ও সমাবেশে যোগ দিতে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে সেখানে ৩-৪ রউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে।প্রায় আধা ঘন্টা ব্যাপী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের কর্মী সবুজ (২৩), বিদ্যুৎ (৩৮) ও আজমল হোসেনকে (২৮) ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সবুজকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ ও আজমল হোসেনের অবস্থায়ও আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ নিহত সবুজকে যুবলীগ কর্মী বলে দাবি করেছেন। - See more at: http://www.jugantor.com/current-news/2015/08/15/308328#sthash.jlaquL0N.dpuf

No comments:

Post a Comment