কুমিল্লার লাকসামে হটলাইনে ফোন দিলেই কৃষকের ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবীরা - ashulia news 24

topads

Ads Here

Wednesday, April 22, 2020

কুমিল্লার লাকসামে হটলাইনে ফোন দিলেই কৃষকের ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবীরা


শাহিন আলম, কুমিল্লা থেকে : করোনাভাইরাসের কারণে কুমিল্লার লাকসামে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এতে বোরো ধান ঘরে তুলতে দিশেহারা হয়ে পড়েছেন হাজার হাজার কৃষক। তাই লাকসাম এলাকায় পান্তা খেয়ে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন মানবিক সংগঠন ‘ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবীরা’।
মানবিক দিক বিবেচনায় সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে দিচ্ছেন তারা। অন্য কোনো কৃষকের ধান কেটে দেয়ার প্রয়োজন হলে হটলাইন (০১৭৭৯-৮৩৯৬০৮) নম্বরে কল আসলেই ছুটে যাচ্ছেন এ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
এ দিকে গত সোম, মঙ্গল ও বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন ও পৌরসভার পেয়াপুর এলাকায় স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিয়েছেন তারা। ওই গ্রামের জনৈক কৃষকের ধান কেটে মাথায় নিয়ে কৃষকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন তারা।
এমন ব্যতিক্রম উদ্যোগ দেখে অন্য সংগঠনের নেতাকর্মীরাও কৃষকের ধান কেটে দিচ্ছেন। এমন উদ্যোগে পুরো উপজেলায় আলোচিত হয়ে উঠেছে এ সংগঠনটি।
সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি আমার দেশের সংবাদ কে বলেন, মানবিক দিক বিবেচনায় সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে দিয়েছি। অন্য কোনো কৃষকের ধান কেটে দেয়ার প্রয়োজন হলে হটলাইন নম্বরে যোগাযোগ করলে সাড়া দেয়ার চেষ্টা করব।
লাকসাম পৌরসভার মেয়র ও ভিক্টোরি অব হিউম্যানিটির অর্গানাইজেশন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আবুল খায়ের বলেন, লাকসামের বোরো ধান কৃষকের চাহিদা মিটিয়ে কুমিল্লার অন্যান্য উপজেলার চাহিদা মেটানো হবে।

No comments:

Post a Comment