জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত সেচ্ছাসেবক লীগ নেতা উজ্জল - ashulia news 24

topads

Ads Here

Sunday, March 3, 2019

জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত সেচ্ছাসেবক লীগ নেতা উজ্জল


নিজস্ব প্রতিনিধিঃ
নিজের জন্মদিনে আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের   ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন   ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল। নেতাকর্মীরা বেশ ঘটা করে পালন  করলেন তার ৩৮তম জন্মদিন । দু"বার কেক কেটে আর গভীর রাত পর্যন্ত সুরের মূছর্নায় এক অান্ত-রিক পরিশেষ নেতাকর্মীরা ছিল বেশ প্রাণবন্ত।  ৩রা মার্চ সোমবার বাদ এশা আশুলিয়ার ভাদাইলের ওয়াজ উদ্দিন স্কুল মাঠে ভাদাইলবাসী  আয়োজিত অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথী ছিলেন ধামসোনা ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন।

বিশেষ অতিথী ছিলেন, ধামসোনা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সাদেক ভূইয়া, আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া যুবলীগের সদস্য ওমর আলী সজিব ও অত্র থানা সেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সাইফুল সিকদার সহ অসংখ্যা নেতাকর্মী। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

No comments:

Post a Comment