সাভারে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - ashulia news 24

topads

Ads Here

Monday, February 25, 2019

সাভারে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


সাভার প্রতিনিধিঃ
সাভারে স্বামী স্ত্রীর লাশ ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকার বজলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দম্পতীর নাম হলো মোহাম্মদ আলী (২২) ও রুমি খাতুন (১৬)। তাদের দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার সালানচর গ্রামে।
পুলিশ জানায় সোমবার বিকেলে, নিজ ভাড়া বাসার ঘরের আড়ার সাথে একই রশিতে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির অন্য ভাড়াটিয়ারা, পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।
সাভার থানা পুলিশ লাশ দু"টির ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
গত তিন আগে ওই দম্মতির বিয়ে হয় ওই ভাড়া বাড়িতে নিহতের স্ত্রী একটি পোশাক কারখানায় কর্মরত ছিলো স্বামী একটি কলেজে পড়াশুনা করতো বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসীর দাবি দুই পরিবারের সদস্যরা তাদের বিয়ে মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছে।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই অখিল খন্দকার বলেন, ময়না তদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
সূত্র সহযোগী, আমারদেশের সংবাদ

No comments:

Post a Comment