সাভার প্রতিনিধি: সাভারে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় অভিযুক্ত ধর্ষণকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার দুপুরে সাভারের গেন্ডা এলাকায় জনৈক স্বপন মিয়ার বাড়িতে এধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত নয় দিন আগে ওই স্কুল ছাত্রী ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে সাভারের গেন্ডা এলাকায় তার ভাই শাহিন মিয়ার ভাড়া বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দুপুরে ওই শিক্ষার্থীকে ভাড়া বাসায় একা পেয়ে মুখ বেধে ধর্ষণ করেন এলাকার নিরাপত্তাকর্মী আলম মিয়া (৬৫)। এসময় ওই শিক্ষার্থী চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ধর্ষণকারীকে আটক করে গণপিটুনি দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। আটক ধর্ষণকারীর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার আধাকৃষ্ণপুর গ্রামে। সে সাভারের টিয়াবাড়ি এলাকায় আইয়ুব মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করে এলাকায় নিরাপত্তা কর্মীর কাজ করে আসছিলো।
এঘটনায় সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment