মাসুদ রানা: আশুলিয়ার ভাদইলে তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে গৃহবধুর আত্মহত্যার চেষ্টা।
বুধবার(১৩-১১-১৯ইং)সকাল ১০টা ৪০মিনিটের দিকে আশুলিয়ার ভাদাইলে ঘটনাটি ঘটে।
প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে জানাযায়, বুধবার সকালে বন্যা(১৯) নামের এক গৃহবধু তার স্বামী ফরহাদ (২২) এর সাথে তুচ্ছ বিষয় নিয়ে দাম্পত্য কলহের জেরধরে ভাদাইল বাজার মোড় সংলগ্ন ভাড়ায় বসবাসরত বাড়ীর তিনতলা ছাদ থেকে লাফদিয়ে বাড়ীর সামনে পরমানু শক্তি কমিশনের দেয়ালের পাশের পাকা সড়কের পড়ে যায়।
এ সময় গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে প্রথমে স্থানীয় জিফাত হাসপাতালে পরে এম্বুলেন্স যোগে সাভারের এনাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ছাড়াও জানাযায় আত্মহত্যার চেষ্টাকারী বন্যার দেশের বাড়ী খুলনা জেলায়। তার বাবার নাম মজিবর রহমান তিনি ভাদাইল এলাকার স্থানীয় কাদির মহাজনের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
এ ব্যপাবারে আশুলিয়া থানা সূত্রে জানাযায়, এখন পর্যন্ত সেখানে কোন অভিযোগ দায়ের করা হয়নি।
অন্যদিকে জিফাত ক্লিনিক সূত্রে জানাযায়, গৃহবধু ওই তরুণীর অবস্থা খুবই গুরুতর তার পা থেতলে গেছে, বুকের পাজরে বেশ যখম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়েছে। তবে তারা আরো জানান তার বেচেঁ থাকার আশা খুবই ক্ষীণ।
No comments:
Post a Comment