মাসুদ রানাঃ
সারাদেশের ন্যায় সাভারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ৬ষ্ঠ বর্ষ পূর্তি উৎসব উদযাপতি হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৫ই জুলাই) বিকেল ৪টায় সাভারের ডিইপিজেড সংলগ্ন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তরা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নসহ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি মেনে নিতে সরকার এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহবান জানায়।
অন্যদিকে দিবসটি উপলক্ষে ঝালকাঠি, শরীয়তপুর, দিনাজপুর, নরসিংদি, ফেনী, কুড়িগ্রাম, রংপুর, উলিপুর,রাজাপুর,নলছিটি,কাঠালিয়া,ত্রিশাল,সোনাগাজী,কমলনগর,পাইকগাছা,বাকেরগঞ্জ, নোয়াখালী, মাদারীপুর, কালকিনি, সোনাগাজী, বরগুনা, গাইবান্ধা, লালমনিরহাট, সাভার,গাজীপুর, রাজশাহী, নওগাঁসহ বিভিন্ন জেলা উপজেলায় বিএমএসএফ’র প্রতিষ্ঠা বার্ষিকি উৎসব উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে।
সাংবাদিকদের প্রাণের সংগঠন বিএমএসএফ’র জন্মদিনে দেশের সাংবাদিকরা স্বতস্ফুর্ত অংশগ্রহন করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুলাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনটি প্রতিষ্ঠার পর দেশের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নিরাপত্তার লক্ষ্যে ১৪ দফা দাবি ঘোষণা করে দেশব্যাপী কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশে ও দেশের বাইরে ১শ ৬০টি শাখা কমিটি রয়েছে। কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের মাঝে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে অধিকার আদায়ে কাজ করছে।
No comments:
Post a Comment