মাসুদ রানা ঃ আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় পথচারী পল্লী বিদ্যুৎ কর্মচারী নিহত হয়েছে।
শনিবার(১৪ই জুলাই) সকাল ১০টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় রাস্তা পারাপারের সময় ইট বোঝাই ট্রাকের চাপায় অমূল্য সরকার নামের এক পথচারী ঘটনা স্থলেই নিহত হয়েছে। ট্রাকের ড্রাইভার হেলপার পালাতক রয়েছে।
জানা যায়, নিহতের নাম অমূল্য সরকারের বাড়ী ঢাকা জেলার ধামরাই উপজেলার খাগাইল গ্রামের নেদু চরন সরকারের ছেলে। সে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কন্সালট্যান্ট বিভাগের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়াল জানান, রাস্তা পার হওয়ার সময় অতিরিক্ত ইট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে।
সেলিনার চায়ের দোকান মাদ্রাসার বাজার,বাগবাড়ী,আশুলিয়া,
ReplyDeleteকল করুন সবরকম যৌন ছহিদা
সুন্দরী কছি বালিকা,সরবরাহ করা হয়।
01715273916