রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকার ভাড়া বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায় বিকেল নিজ ভাড়া ঘর আড়ার সাথে স্বামী ইবাদুল হক ও স্ত্রী রুনা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির অন্যভাড়াটিয়ারা পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, বিষয়টি আত্মহত্যা না হত্যাকান্ড তদন্ত করে দেখা হবে। তিনি আরও জানান, নিহতদের গ্রামের বাড়ির ঠিকানা জানার চেষ্টা চলছে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment