আশুলিয়া প্রতিনিধিঃ
সাভারে সাংবাদিক সুবর্ণা নদী-কে হত্যার প্রতিবাদে কলম বিরতি, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিবার সকাল ১১টার দিকে পুরাতন ডিইপিজেডের পাশে অবস্থিত আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ সাভার উপজেলা কমিটির সভাপতি মাইনুল ইসলামের সভাপতিত্বে ও সাধার সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়ান্টি ফোরের সাভার প্রতিনিধি নাজমুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম,আনন্দ টিভির সিটি রিপোটার সিরাজুল ইসলাম ও কুমিল্লা প্রতিনিধি কামাল হোসেন জনি, এবং বিএমএসএফ এর সাভার কমিটির সহ-সভাপতি নূর হোসেন, কোষাদক্ষ শফিকুল ইসলাম, নূরে আলম জিকু, মোক্তাদ হোসেন, ইব্রাহিম খলিল,মোতালেব হোসেন, বাবুল হোসেন, আসাদুজ্জামান লিটন,মনির হোসেন, নজরুল ইসলাম,মৃদুল ধর ভাবনসহ অসংখ্য স্থানীয় সাংবাদিক শ্রমিক ও সাধারণ জনগন স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ গ্রহন করে ।
এ সময় বক্তরা সুবর্ণা নদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রসাশনের প্রতি জোর দাবী জানান এছাড়াও সাংবাদিকের নামে মিথ্যা মামলা হামলা,নির্যাতন ও হত্যাকান্ড বন্ধে সরকারের প্রতি বিএমএফ কতৃক ঘোষিত ১৪দফা দাবী বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য আহবান জানান।
No comments:
Post a Comment