আশুলিয়ার জিরানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - ashulia news 24

topads

Ads Here

Tuesday, December 4, 2018

আশুলিয়ার জিরানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ার জিরানী এলাকার টেঙ্গুরীতে তিনটি শ্রমিক কলোনীর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাসের সাভার জোন কতৃপক্ষ।
সোমবার জিরানীর এলাকার টেঙ্গুরীর হারুন গেইট সংলগ্ন ১-নুরু পিতা সফুর উদ্দিন, ২/রাইছ উদ্দিন পিতা মৃত রহমত, ৩/আজহার পিতা মৃত নুরু নামের ব্যাক্তি দ্বয়ের ভাড়াদেয়া বাসায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
জানাযায় দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যাক্তিরা  বৈধ সংযোগে ডাবল বার্নারের ১টি চুলার অনুমতি নিয়ে প্রত্যেকে ডাবল বার্নারের ৩টি করে মোট ৯টি চুলা অতিরিক্ত ব্যবহার করতো এ সকল চুলার জন্য তারা তিতাস কতৃপক্ষের কোন প্রকার অনুমোদন নেয়নি।
এ ব্যাপারে তিতাস গ্যাসের সাভার জোনের ম্যানেজার ইঞ্জিঃ মোঃ সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের অবৈধ সংযোগ বিছিন্নকারী দল ঐ অবৈধ সংযোগ গুলি বিচ্ছিন্ন করে। তিনি আরো জানান তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনসহ জরিমানা করা হবে। আর এ ধরণের অবৈধ গ্যাস সংযোগ বা অনুমোদন বিহীন অতিরিক্ত চুলা ব্যবহাকরীদের সংযোগ বিচ্ছিন্ন কায্যক্রম অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment