মুক্তি পেল সাংবাদিক অপুর 'প্রিয়া তু জানে না' - ashulia news 24

topads

Ads Here

Friday, December 7, 2018

মুক্তি পেল সাংবাদিক অপুর 'প্রিয়া তু জানে না'

নিজস্ব প্রতিবেদকঃ সাভার অাশুলিয়ার কৃতি সন্তান, জনপ্রিয় সংগীত শিল্পী ও চ্যানেল নাইনের স্বনামধন্য সাংবাদিক অপু খন্দকারের কথা, সুর ও কন্ঠে, বাংলাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক রোকন ইমনের সংগীতায়োজনে প্রিয় মিউজিক স্টেশন এর ব্যানারে বুধবার সন্ধায় শুভমুক্তি পেলো অসাধারন একটি গান প্রিয়া তু জানে না।

গানটি তে মডেল হিসেবে ছিলেন বর্তমান প্রজন্মে শোবিজ অঙ্গনের অন্যতম মডেল রাসেল খাঁন এসআর, সুমাইয়া খন্দকার তৃষ্ণা এবং প্রিয় আলমগীর।

 মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শামীম আহসান (দেশ মাল্টিমিডিয়া টিম)।

গানটি সম্পর্কে অপু খন্দকার বলেন; চেষ্টা করছি ভিন্ন কিছু করার “গানটির ব্যাপারে অনেক সাড়া পেয়েছি তাতে কাজের প্রতি আরও উৎসাহ বেড়েছে।আশা করি দর্শকদেরও গানটি ভালো লাগবে।”

বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ১৫ নম্বরের পাঁচ তারকা হোটেল কেবি স্কয়ারে এ অনুষ্ঠানের অায়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়েঁঘর ব্যান্ডের  শিল্পী  তাসরিফ খান, শিল্পী মাহাদী সুলতান, শিল্পী শাদাতসহ বিভিন্ন তারকারা। প্রিয় মিউজিক স্টেশন এর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

No comments:

Post a Comment