নিজস্ব প্রতিবেদক: আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল্লাহ্ মুন্সীর বিরুদ্ধে উস্কানিমূলক মিথ্যা তথ্য প্রচার, প্রেসক্লাবের অধিকাংশ সদস্যদেরকে বিতর্কিত করার লক্ষে মিথ্যা তথ্য উপস্থাপন করে সাক্ষর নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, প্রেসক্লাবের স্বার্থবিরোধী কার্যপরিচালনা করা, প্রেসক্লাবের কার্যকরী পরিষদে তালা ঝুলিয়ে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্নভাবে প্রেসক্লাবের মান সম্মান ক্ষুন্ন করার অভিযোগ প্রমানিত হওয়ায়, আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক এবং যুগ্ম-সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজু’কে আশুলিয়া প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের নিজস্ব প্যাডে সভাপতি সাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়। আশুলিয়া প্রেসক্লাবের ভবিষ্যৎ উন্নয়ন, মর্যাদা ও সম্মান রক্ষার্থে অভিযুক্তদ্বয়কে আশুলিয়া প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক আশুলিয়া প্রেসক্লাবের সভাপতির একক ক্ষমতা বলে (২৩-০৩-২০২০ইং) তারিখ থেকে তাদেরকে বহিষ্কার করেন। উল্লেখ থাকে যে, বহিষ্কারদ্বয়ের স্ব স্ব পদের দায়িত্ব আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি জনাব শহীদুল্লাহ্ মুন্সী পালন করবেন।
No comments:
Post a Comment