হত দরিদ্রদের পাশে দাড়ালেন মোস্তাক খান - ashulia news 24

topads

Ads Here

Monday, March 30, 2020

হত দরিদ্রদের পাশে দাড়ালেন মোস্তাক খান


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার ভাদাইলে অসহায় দুস্থ দিনমজুর ও হত দরিদ্র দের পাশে দাড়ালেন ধামসোনা ইউনিয়ন আ.লীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোস্তাক খান

করোনাভাইরাস মোকাবেলার কারণে কর্মহীন হত দরিদ্রের মাঝে নিত্য প্রয়োজনীয় চালডালআলু ও পেয়াজ বিতরণ করেন তিনি 


সোমবার ( ৩0শে মার্চবিকেলে আশুলিয়ার ধামসোনার ৬নং ওয়ার্ডের মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করেন ।

ধামসোনা ইউনিয়ন আ.লীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোস্তাক খান জানানসামাজিক দ্বায়বদ্ধতা থেকে এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছি  সামাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবানও জানাচ্ছি

 তিনি আরো জানান,৩০০টি পরিবারকে এই পণ্য সহয়তা দিয়েছি এবং  যতদিন  দেশে করোনাভাইরাসের প্রকোপ থাকবে এই কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাল্লাহ । 


এ সময় তিনি  দুস্থ প্রতিবন্ধী দিনমজুর রিকসা চালক ও হত দরিদ্র দের মাঝে চালডালআলু ও পেয়াজ বিতরণ করেন ।

No comments:

Post a Comment