নিজস্ব প্রতিনিধি :
নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং ওরয়ে মুরাদ জং এর রোহিঙ্গা বক্তব্যে নিয়ে সাভার আশুলিয়ায় বসবাসরত বহিরাগত ব্যাক্তিবর্গের মাঝে বিভ্রান্তী ছড়াচ্ছে একটি স্বার্থন্বেসী মহল। এ ব্যাপারে জানতে স্বতন্ত্র প্রার্থী মুরাদ জং এর পক্ষে নির্বাচনের একনিষ্ঠকর্মী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মো: নাঈম মোল্লা জানান মুরাদ জং কাউকেই রোহিঙ্গা বা বাহিরের মানুষ বলে আখ্যায়িত করেন নাই। তিনি নিজেকে এই অঞ্চলের ছেলে দাবি করেছেন মাত্র। সুতরাং গুজব আর বিভ্রান্তী ছড়িয়ে তার সুনাম নষ্ট করা থেকে বিরত থাকার জন্য আহবান জানান ।
তিনি বহিরাগত সকলকে নিজের ঘরের মানুষ বলে দাবি করেন।
No comments:
Post a Comment