জা বি তে পাঁচ দিন ব্যাপি টিচারস ইথিকস ট্রেনিং কর্মশালা শুরু - ashulia news 24

topads

Ads Here

Sunday, October 4, 2015

জা বি তে পাঁচ দিন ব্যাপি টিচারস ইথিকস ট্রেনিং কর্মশালা শুরু

Savar ju Workso[00_00_30][20151004-130431-3]

 মাসুদ রানা স্টাফ রিপোটারঃ:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ও জাতিসংঘ ইউনেসক্সোর যৌথ উদ্যোগে শিক্ষকদের নিয়ে পাঁচ দিন ব্যাপি টিচারস ইথিকস ট্রেনিং কর্মশালা শুরু হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পাঁচ দিন ব্যাপি এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫ জন শিক্ষক প্রশিক্ষন নেবেন।
প্রাচঁ দিন ব্যাপি এ প্রশিক্ষনে বাংলাদেশের ৩৫ জন শিক্ষকদের প্রশিক্ষন দেবেন লন্ডন সিঙ্গাপুর থ্যাইলান্ড ভারত সহ বিশ্বের কয়েকটি দেশের শিক্ষকরা।
কর্মশালায় বক্তারা এসময় শিক্ষকদের প্রশিক্ষন নিয়ে শিক্ষার্থীদের উন্নত শিক্ষা দানের আহবান জানান।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য আবুল হোসেন.পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান আব্দুর রহমান.কবিরুল বাশার সহ আরো অনেকে ।

No comments:

Post a Comment