সাভারে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ফাসিঁর দাবীতে শোক র ্যালী - ashulia news 24

topads

Ads Here

Thursday, August 30, 2018

সাভারে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ফাসিঁর দাবীতে শোক র ্যালী


মনির হোসেন ,সাভার প্রতিনিধিঃ
সাভারে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাসিঁ কার্যকরের দাবীতে শোক
 র ্যালী ও খুনিদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় আশুলিয়ার নন্দন পার্কের সামনের সড়ক থেকে ঢাকা-১৯ আসনে আওয়ামীগের মনোনায়ন প্রত্যাশী যুবলীগ কেন্ত্রীয় কমিটির সাংগঠনিক সস্পাদক আলহাজ্ব আবু আহম্মেদ নাসীম পাভেলের  নেতৃত্বে এক পথ সভায় সভাপতিত্ব  করেন জাতীয় শ্রমিকলীগের ঢাকা জেলার মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা আক্তার।এর পরেই শোক র্যালির আনুষ্ঠানিকতা শুরু করে প্রায় ২শতাধিক প্রাইভেটকার পিক-আপ ও মোটর সাইকেলসহ আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী ও  সাধারণ মানুষের স্বত স্ফূর্ত উপস্থিতে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে । এ সময় বাইপাইলের পথ সভার সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তরের সেচ্ছাসেবকলীগের  মানবাধিকার বিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম মন্ডল। পথ সভা গুলোর বক্তব্যে  আলহাজ্ব আবু আহম্মেদ নাসীম পাভেল বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর পালাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাসিঁ কার্যকরের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় মার্কায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। পরে শোক র ্যালীটি সাভার ব্যাংক টাউন প্রদক্ষিণ করে  সাভার সিটি সেন্টারের সামনে  বঙ্গবন্ধুর খুনীদের কুশপুত্তলিক দাও করে শোক র‌্যালী সমাপ্তি করা হয়। 

No comments:

Post a Comment