আশুলিয়ায় আওয়ামীলীগের মনোনায়ন প্রত্যাশী মুরাদের জংয়ের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ - ashulia news 24

topads

Ads Here

Friday, November 2, 2018

আশুলিয়ায় আওয়ামীলীগের মনোনায়ন প্রত্যাশী মুরাদের জংয়ের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ



আশুলিয়া প্রতিনিধিঃআশুলিয়ায় আওয়ামীলীগের মনোনায়ন প্রত্যাশী তালুকদার তৌহিদ জং মুরাদের সমর্থকদের নৌকার পক্ষে মিছিল-সহকারে গণসংযোগ ।শুক্রবার দুপুর ৩টার দিকে আশুলিয়ার জিরাবো বাসস্টান থেকে জামগড়া ফ্যান্টাসি কিংডমের পর্যন্ত মহাসড়ক ও পাড়া মহল্লার অভ্যান্তরে ইয়ারপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের নেতৃত্বে ও আওয়ামীলীগের নেতা কর্মীদের সহযোগে মুরাদ জংয়ের পক্ষে নৌকার জন্য ভোট চেয়ে গণসংযোগ করে ।

এ সময় তারা বর্তমান সরকারের নানা সাফল্যে নিয়ে প্রকাশিত লিফলেট ব্যবসায়ী পথচারী ও সর্ব সাধারণের মাঝে বিতরণ করেন এবং উন্নয়ণের ধারা অব্যহত রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির দেওয়ান, সাভার উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম হিকু, আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হাসান কবির, ইয়ারপুর ইউনিযন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এবং ৬নং ওয়ার্ড মেম্বর আবু তাহের মৃধা,মোঃ আব্দুস সামাদ সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাভার উপজেলা আওয়ামীলীগ, জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া থানা কমিটির সভাপতি আতিকুজ্জামান পাটোয়ারী , আওয়ামযুবলীগ নেতা মনসু,,মোক্তার হোসেন,রানা সরকার,মিলন মৃধা-সহ অসংখ্য নেতাকর্মী মিছিল ও গণসংযোগে অংশগ্রহন করেন

No comments:

Post a Comment