আশুলিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে ইমামের বিরুদ্ধে মামলা - ashulia news 24

topads

Ads Here

Monday, January 28, 2019

আশুলিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে ইমামের বিরুদ্ধে মামলা


আশুলিয়া প্রতিনিধিঃ
 আশুলিয়া থানার দোসাইদ এলাকায় ২য় শ্রেণীর ৯ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিশুর বাবা হাসান শেখ রিক্সা চালক বাদী হয়ে ২৮শে জানুয়ারী  রাতে আশুলিয়া থানায় ধর্ষণের অভিযোগে  মামলা দায়ের করেন । মামলা নং ৮৩

পুলিশ জানান,ইমাম আব্দুল-আল-মামুন সাভারের আশুলিয়া দোসাইদ এলাকার বায়তুল মামুর জামে মসজিদের ইমাম। ইমাম আব্দুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি নরসিংদী সদরে।

গতকাল ২৭ জানুয়ারী দুপুর ১২ টা সময়  মসজিদের পাশে ইমামের কক্ষে শিক্ষার্থী পড়তে আসে।  ইমামের বাসায় পরিবারের কেউ না থাকায় এবং আর কোনও শিক্ষার্থী না আসলে  শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে  ইমাম।
শিশুটি তার বাবার কাছে ঘটনাটি জানালে ধর্ষক ইমাম পালিয়ে যায় ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফুল মিয়া বলেন ধর্ষণের শিকার  শিশুকে  উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইমাম  কে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

No comments:

Post a Comment