আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ায় এলপি গ্যাসের সিলিন্ডারের বোতল বিক্রির গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার বিকাল ৫ টার দিকে আশুলিয়ার থানার বিপরীতে গনকবাড়ী এলাকার কুলফত নেছা সুপার মার্কেট খলিলুর রহমানের মালিকানাধীন ছারছিনা এন্টারপ্রাইজ নামে এলপি গ্যাস সিলিন্ডারে বোতলের গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় পাশের ভাঙ্গারী দোকানসহ দুই দোকান পুড়ে যায়।
ছারছিনা এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহমানের দাবী, মুলত ভাঙ্গারীর দোকানের আগুনের সুত্রপাত থেকে গুদামে অগ্নিকান্ড ছড়িয়ে পড়ে।
এসময় আশুলিয়া ডিইপিজেড ও ফায়ার সার্ভিসের সদর দপ্তরসহ ৪ টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যপারে আশুলিয়া ডিইপিজেডের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, খবর পেয়ে ঘন্টারব্যাপী চেষ্টা সন্ধ্যা ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকান্ডের সূত্রপাত বিষয়ে এখনো নিশ্চিত ভাবে ধারনা করা যাচ্ছে না । তদন্ত সাপেক্ষে নিশ্চিত জানা যাবে।
No comments:
Post a Comment