কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় গুলিতে ৩ জন নিহত হয়েছে। পুলিশ বলছে, বন্দুকযুদ্ধে নিহতরা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় ওসিসহ আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য।
রোববার (৯ সেপ্টেম্বর) রাতে বুড়িচং উপজেলার কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতরাতে ওই এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় ডিবি ও জেলা পুলিশের যৌথ একটি দল।
উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ডাকাত দলের সদস্যরা। এসময় পুলিশ ও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের ৩ সদস্যকে উদ্ধার করা হয়।
তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি পিস্তল, ১টি পাইপগান ৯ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
No comments:
Post a Comment