আশুলিয়ায় ৭০০ পিচ ইয়াবা ও ৭০ গ্রাম হেরোইন সহ মাদক বিক্রেতা দম্পতি গ্রেপ্তার - ashulia news 24

topads

Ads Here

Thursday, September 5, 2019

আশুলিয়ায় ৭০০ পিচ ইয়াবা ও ৭০ গ্রাম হেরোইন সহ মাদক বিক্রেতা দম্পতি গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধিঃ
ঢাকার অদূরে আশুলিয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটকের পর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে আশুলিয়া থানার পুলিশ। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৭০ গ্রাম হেরোইন সহ চিহ্নিত একাধিক মাদক মামলার আসামি “সুইচ গিয়ার রনি” দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোঃ মনিরুজ্জামান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে সংগীয় ফোর্স সহ আশুলিয়ার গাজীরচট উষা পল্ট্রি এলাকা থেকে গতকাল বুধবার অভিযান চালিয়ে ৭ শত পিচ ইয়াবা ও ৭০ গ্রাম হেরোইন সহ সুইচ গিয়ার রনি নামে পরিচিত স্বামী স্ত্রী দুই জনকে আটক করি। এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং উভয়ের নামে একাধিক মাদক মামলা রয়েছে।

আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান
আশুলিয়া থানার একাধিক পদক প্রাপ্ত এই চৌকস পুলিশ কর্মকর্তা।

No comments:

Post a Comment