আশুলিয়ায় ৯শ’৯০ পিস ইয়াবাসহ সিআইডি পুলিশ গ্রেফতার - ashulia news 24

topads

Ads Here

Thursday, April 18, 2019

আশুলিয়ায় ৯শ’৯০ পিস ইয়াবাসহ সিআইডি পুলিশ গ্রেফতার

আশুলিয়া প্রতিনিধিঃ
 ৯শ’৯০ পিস ইয়াবাসহ  সিআইডি পুলিশের এক সদস্য তার সহযোগীকে গ্রেফতার করলো ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
 শুক্রবার ভোর রাতে আশুলিয়ার চাঁনগাও থেকে  ঢাকা সিআইডিতে কর্মরত পুলিশ কনস্টেবল তাইজুউদ্দীন (কং ১০৯) কে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাশার জানান,মাদক ব্যবসায়ীদের হাতে ইয়াবার চালান তুলে দিতেই সাভারে এসেছিলেন তিনি।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অটো রিক্সা থেকো প্রথমে তাকে আটক করা হয়। আমরা প্রাথমিকভাবে তাকে মাদক ব্যবসায়ি মনে করলেও পরে নিজেকে সে সিআইডি পুলিশের সদস্য বলে পরিচয় দেয়।

পরিচয় নিশ্চিত করার জন্যে বিষয়টি সিআইডি ঢাকা উত্তরা জোনের এএসপি জহির উদ্দিনকে জানানো হলে তিনি আটক তাইজুউদ্দীন (২৯)কে
তিনি কনষ্টেবল বলে সনাক্ত করেন।

গাজীপুর জেলার জয়দেবপুর থানার উত্তর সালনা গ্রামের তোফাজ্জল হোসেন ও নুরজাহান দম্পতির সন্তান তাইজুউদ্দীন। দীর্ঘদিন ধরেই তিনি পুলিশী পেশার অন্তরালে ইয়াবার মতো মাদক ব্যবসায় যুক্ত ছিলেন- বলছেন গোয়েন্দা কর্মকর্তারা।

তার ব্যবহৃত মোবাইলঃ০১৭৮৮৭৬৩০৭৫ ও ০১৬৮১৫০১৬১৯ জব্দ করা হয়েছে। কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে।এর মাধ্যমে
আমরা ইয়াবার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে- জানান ডিবির ওসি।
এ ব্যপারে ডিবি উত্তর ঢাকা জেলার এসআই গনি মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
 এ বিষয়ে জানতে,যোগাযোগ করা হলে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান,মাদকের বিষয়ে আমাদের নীতি জিরো টলারেন্স।মাদকের সাথে সে যেই হোক না কেন,কোন ছাড় নেই।আজকের ঘটনা তার বড় প্রমাণ।তিনি জানান,মাদক ব্যবসায়ি সমাজ ও দেশের শক্রু।পোশাকি পরিচয় পুৃলিশ হলেও আইনের চোখে সে অপরাধী।

No comments:

Post a Comment