সাভার,আশুলিয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ - ashulia news 24

topads

Ads Here

Friday, August 7, 2015

সাভার,আশুলিয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ


মাসুদ রানা সাভার(আশুলিয়া)প্রতিনিধি: সরকার মহাসড়কে ইজিবাইক, ব্যাটারী চালিত রিক্সা, সিএনজি অটোরিকসা, টেম্পু, থ্রীহুইলার চলাচলে নিষেধাজ্ঞা জারী করায় সাধারণ যাত্রীরা পড়েছে চরমবিপাকে। সল্পদুরত্বের পথে দ্রুত যাতায়াতের জন্য সাধারণ যাত্রীদের পছন্দের পরিবহন ছিল ইজি বাইক, সিএনজি, রিকসা, অটোরিকসা, টেম্পু, থ্রীহুইলার ইত্যাদি। সরকারের নিষেধাজ্ঞায় মহাসড়কে গাড়িগুলো চলাচল না করায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ, সাভার আশুলিয়ায় চাহিদার তুলনায় এমনিতেই লোকাল যানবাহন কম তার উপর ছোট গাড়িগুলো না থাকায় লোকাল বাস মিনি বাস গুলো ২ টাকার ভাড়া ৫ টাকা আদায় করছে , বাইপাইল মহাসড়কে বাসের জন্য দাড়িয়ে থাকা গার্মেন্টস কর্মী আসমা বলেন, রপ্তানী যাব ১ ঘন্টা যাবত দাড়িয়ে আছি এর মধ্যে ১টি বাস আসলেও তাতে পা রাখার কোন জায়গা নাই, তার উপর ২ টাকার ভাড়া ৫টাকা।

No comments:

Post a Comment