সাভারের শতবর্ষের ঐতিহ্যবাহী বিদ্যালয়ের মূল ভবন রক্ষার দাবিতে মানব বন্ধন - ashulia news 24

topads

Ads Here

Friday, August 14, 2015

সাভারের শতবর্ষের ঐতিহ্যবাহী বিদ্যালয়ের মূল ভবন রক্ষার দাবিতে মানব বন্ধন


 
মাসুদ রানা: সাভারের  শতবর্ষের ঐতিহ্যবাহী  অধর চন্দ্র  উচ্চ বিদ্যালয় মূল ভবন রক্ষার দাবিতে মানব বন্ধন করেছে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী ,সুশিল সমাজ ও বিপুল সংখ্যক জনগণ । ১৯১৩ সালের ১০ জানুয়ারি সাত একর জায়গায় নিয়ে বাবা অধর চন্দ্র সাহার নামে জমিদার রাখাল চন্দ্র সাহা প্রতিষ্ঠা করেন অধর চন্দ্র  উচ্চ বিদ্যালয় ।
আজ সকালে অধর চন্দ্র  উচ্চ বিদ্যায়ের সামনে  ১০৩ বছরের প্রাচীন বিদ্যালয়  ভবনটি রক্ষার দাবিতে মানব বন্ধন করা হয়েছে।
স্কুলটির বিশাল খেলার মাঠ, তিনটি দ্বিতল ভবন, একটি ত্রিতল ভবনসহ পাঁচটি ভবনে সব মিলিয়ে করে সংখ্যা ৫০। কিছুদিন আগে মূল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করায় সেখানে সকল প্রকার পাঠদান বন্ধ করে দেয় স্কুল কতৃপক্ষ ।ফলে  চাপ পড়ছে অন্য ভবনে।
মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর কাছে এই শিা প্রতিষ্ঠানের দ্রুত সংস্ককরনের দাবি জানান।

No comments:

Post a Comment