মাসুদ রানা সাভার উপজেলা প্রতিনিধিঃ সাভার পৌর এলাকায় শুক্রবার ছায়াবিথীর বালুর মাঠে বন্ধুদের সাথে ঝিলের পানিতে গোসল করতে গিয়ে রহস্যজনকভাবে মারা গেল রবিউল ইসলাম (১২) নামে এক স্কুল ছাত্র। সে রাজবাড়ী জেলার সদর থানার গঙ্গারামপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। ছায়াবিথী এলাকার স্থানীয় জ্ঞান বিকাশ পাবলিক একাডেমিতে সপ্তম শ্রেণীতে পড়তো নিহত রবিউল। মৃত
রবিউলের বড় ভাই ইমরান জানান, বন্ধুদের সাথে দুপুর ১১ টার দিকে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রবিউল। প্রায় এক ঘন্টা খোজ করার পর, রবিউলের দেহটি পানিতে ভেসে উঠলে স্থানীয়রা তাকে
উদ্ধার করে সাভারের সুপার কিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রবিউলকে বাসায় নিয়ে যাওয়ার পর দুপুর আড়াইটার দিকে তার
নাক-মুখ দিয়ে রক্ত বের হলে পুনরায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আধা ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে বলে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
No comments:
Post a Comment