না ফেরার দেশে কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন - ashulia news 24

topads

Ads Here

Saturday, August 8, 2015

না ফেরার দেশে কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন


বিশেষ রির্পোটঃজনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার বাদ মাগরিব রাজধানীর বারডেম হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেন তিনি।
  ফরিদা ইয়াসমীনের ভাগ্নে কণ্ঠশিল্পী আগুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 বার্ধক্যজনিত অসুস্থতায় সপ্তাহখানেক আগে ফরিদা ইয়াসমীনকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। আগামীকাল রোববার তার মরদেহ সেগুনবাগিচার বাসায় নেয়া হবে। দুপুরে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। ফরিদা ইয়াসমীনের ২ ছেলে রয়েছে।
 তার গাওয়া অসংখ্য গানের মধ্যে উল্ল্যেখযোগ্য কয়েকটি গান হলো- খুশির নেশায় আজকে বুঝি মাতাল হলাম, তুমি জীবনে মরণে আমায় আপন করেছো, জানি না ফুরায় যদি এই মধুরাতি, তোমার পথে কুসুম ছড়াতে এসেছি।

No comments:

Post a Comment