সাভারের আমিন বাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০ - ashulia news 24

topads

Ads Here

Friday, August 16, 2019

সাভারের আমিন বাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

সাভার প্রতিনিধি:
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজার এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভার ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে​​ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের চাঁনপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সাভারের আমিন বাজার এলাকায় এসবি-লিংক নামের গাবতলীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ।

এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, বাসটি গাবতলী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে বাসের আনুমানিক ৩০ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment