শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে গার্মেন্টসে তালা, মালিকের পালায়ন - ashulia news 24

topads

Ads Here

Wednesday, August 21, 2019

শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে গার্মেন্টসে তালা, মালিকের পালায়ন


আশুলিয়া প্রতিনিধিঃ
ঈদুল আযহার আগের দিন প্রায় দেড় শতাধিক কর্মরত শ্রমিকের বেতন বোনাস না দিয়ে আশুলিয়ার জিরাবো মাহদী নীট ডিজাইন লিমিটেড নামে গার্মেন্টস কারখানাটি বন্ধ করে দেয়। তখন ঐ গার্মেন্টসের ভবন মালিক মাহদী নীট ডিজাইন লিমিটেডের ভিতরের কিছু মেশিন বিক্রি করে আংশিক বেতন প্রদান করে ঈদের পার আজ(২১ আগষ্ট) আসতে বলে কিন্তু আজ কারখানায় আসলে কারখানার গেটে তালা ঝুলিয়ে কারখানা বন্ধ ঘোষনা করে দেয় কতৃপক্ষ ।
এ সময় মালিকের অপর কারখানা আশুলিয়ার ডেন্ডাবর গণি জেনারেল হাসপাতালের উপরে মিকা টপ ফ্যাশনের সামনে অবস্থান  নেয়। এ সময় মাহদী নীট ডিজাইন লিমিটেডের মালিক শান্ত শ্রমিকদের উপস্থিতি টের পালিয়ে যায় এবং শ্রমিকরা তাকে পিছু পিছু ধাওয়া করে। পরে শ্রমিকরা তার বাসা ডেন্ডাবর মমতাজ হাসপাতালের পিছনে আলম হাউজের সামনে জড়ো হয়। এসময় উপস্থিত হন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ও  কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আল কামরান পরে মোবাইল মাধ্যমে গার্মেন্টস মালিক শান্ত সন্ধায় বিষয়টি মিমাংসার জন্য আশ্বাস দিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোন সমঝোতা হয়নী । 

No comments:

Post a Comment