আশুলিয়া প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় ধামসোনা আ.লীগের উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে আশুলিয়ার বাইপাইল এলাহী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে। ধামসোনা আ.লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আ.লীগের সহ-সভাপতি ফিরোজ কবির, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার পৌর আ.লীগের সভাপতি হাসিনা দৌলা, পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন। আরো উপস্থিত ছিলেন আশুলিয়া যুবলীগের আহবায়ক কবির সরকার, যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম ভূইয়া।
এ সময় শত শত নেতা কর্মী উপস্থিতে আগত অতিথীবৃন্দ বঙ্গবন্ধুর বর্ণাট্য জীবন নিয়ে আলোচনা করেন।
পরে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
No comments:
Post a Comment