আশুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - ashulia news 24

topads

Ads Here

Wednesday, August 28, 2019

আশুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


আশুলিয়া প্রতিনিধি:
সাভারে ভ্রাম্যমান আদালতের মধ্যমে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিস । বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে আনুমানিক ২ কিলোমিটারব্যাপী অবৈধ গ্যাস লাইনের ২" মূল বিপনন পাইপ তুলে ফেলা হয় এবং ২ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে অবৈধ সংযোগ কাজে নেয়া রাইজার এবং বিতরণকৃত  পাইপগুলি খুলে জব্দ করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারি সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফাউজুল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সময় আরো উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা একরামুল হক সহ তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক।

সাভার জোনাল বিপনন অফিসের কর্মকর্তারা জানিয়েছন, সকল অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে এবং নিয়মিত এ অভিযান মাস জুড়ে চলবে।
এসময় অভিযান চলাকালে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

No comments:

Post a Comment