আশুলিয়ায় হানারু ফ্যাসনে জোর পূর্বক শ্রমিক ছাঁঠাই - ashulia news 24

topads

Ads Here

Saturday, September 12, 2015

আশুলিয়ায় হানারু ফ্যাসনে জোর পূর্বক শ্রমিক ছাঁঠাই


মাসুদ রানা স্টাফ রিপোটারঃগরিব মানুষ গুলো তাদের ভাগ্য পরিবর্তনের জন্য শহরে আসে, নিজে ভাল থাকার জন্য এবং বাড়িতে রেখে যাওয়া তাদের স্বজনদের দুবেলা দুমুঠো অন্যের ব্যবস্তাকরার জন্য, তারা স্বপ্ন দেখে আর ৮/১০ জন মানুষের মতো তারাও সুখে শান্তিতে বেছে থাকবে,তাদের মতোই এক অসহায় স্বামী পরিত্যক্ত নারী আসমা আক্তার, সহকারী-অপারেটর, তার কার্ড নং-০২৮৪২, ২৬/১০/২০১৩ থেকে নিষ্ঠার সাথে কর্মরত আছেন, বিগত সময়ে তার কর্মদিবসে উপস্থিতি ১০০শত ভাগ, প্রায় ২ বছর যাবত কর্মরত থাকা অবস্থায় তার নামে কোন অভিযোগ নেই হানারু ফ্যাসনের কাছে, কিন্তু গত ২০/৮/১৫ হটাৎ কর্মরত অবস্থায় আসমাকে অফিসে ডেকে নিয়ে জোর পূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে চাকুরী থেকে অব্যাহতি দেয়,
অনুরুপভাবে গত ১৮/৮/১৫ইং ফরিদা যার কার্ড নং-১২২৭ তিন বৎসর যাবৎ নিষ্ঠার সহিত সহকারী-অপারেটর হিসেবে কর্মরত আছেন তাকে ও একই কায়দায় চাকুরী হতে অব্যাহতি দেয়। এ ব্যাপারে হানারু ফ্যাসনের জি এম এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে অসীকৃতি জানান, সর্বশেষ চাকুরী ফিরে পাবার আশায় গত ৩/৯/১৫ইং তারিখে আশুলিয়া থানায় ফরিদা ও আসমা ২টি সাধারণ ডায়রী করে যার নং-২২২,২২৩ গত ১০ই সেপ্টেম্বর তারিখে আশুলিয়াস্থ স্বাধীন বাংলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ এর মধ্যেস্থতায় উক্ত গার্মেন্টস এর জি এম নূর আলম তাদের চাকুরীতে পুর্ণঃবহলের প্রতিশ্রুতি দেন.কিন্তু আসমা ও ফরিদা উক্ত গার্মেন্টসে ডিউটি করতে গেলে তাদের ফিরিয়ে দেয়া হয় , এবং নানা রকম তাল বাহানা শুরু করে।তারা প্রশাসন এবং কতৃপক্ষের কাছে তাদের চাকুরী ফিরিয়ে দিতে আকুল আবেদন জানান ।

No comments:

Post a Comment