সাভারে চাঁদা বাজির সময় এক ভুয়া পুলিশের এসআইকে আটক - ashulia news 24

topads

Ads Here

Saturday, September 5, 2015

সাভারে চাঁদা বাজির সময় এক ভুয়া পুলিশের এসআইকে আটক





মাসুদ রানা :

গত ৪ঠা সেপ্টেম্বর সন্ধা ৭টার দিকে সাভারের উলাইল এলাকায় বিভিন্ন দোকান থেকে চাঁদা বাজির সময় জাকির মিয়া (২৬)নামের এক ভুয়া পুলিশের এস আই কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা
 শুক্রবার রাতে উলাইল বাসষ্ট্যান্ড এর বিভিন্ন দোকান থেকে চাঁদা বাজির সময় আটক করে স্থানীয় ব্যবসায়ীরা
আটক ভুয়া পুলিশ ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাপুরিয়াশদরদি গ্রামের মৃত শাহেব আলীর ছেলে

উলাইল এলাকার ব্যবসায়ীরা জানায় রাতে বিভিন্ন দোকানে আটক জাকির সাভার মডেল থানার এসআই পরিচয় দিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে গেপ্তারের ভয়ভিতি দেখিয়ে বিভিন্ন দোকান থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেনএসময় ব্যবসায়ীদের বিষয়টি সন্দেহ হলে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দেনপরে সাভার মডেল থানার এএসআই(উপ-পরিদর্শক)নাহিদ হাসান ঘটনা স্থলে পৌছে আটক ভুয়া পুলিশ জাকিরকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে যায়

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে

No comments:

Post a Comment