মাই টিভির আশুলিয়া প্রতিনিধি ও বি ক্রাইম নিউজের সম্পাদকের-র মাতার ইন্তেকাল - ashulia news 24

topads

Ads Here

Monday, September 14, 2015

মাই টিভির আশুলিয়া প্রতিনিধি ও বি ক্রাইম নিউজের সম্পাদকের-র মাতার ইন্তেকাল




মাসুদ রানা :মাই টিভির আশুলিয়া প্রতিনিধি জনাব শাহ্ আলমের মাতা বেগম নূরজাহান গত ১৪-৯-১৫ ইং বিকেল ৫টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ,তিনি ডায়বেটিস ও হৃদরোগে আক্রন্ত ছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বৎসর ,তিনি ৪পুত্র ও ২কন্যা সন্তানের জননী ছিলেন,সন্তানরা ছোট ছোট থাকা আবস্থায় ওনার স্বামী ডাঃ আলী আরস্বাদ মারা যান ,এই মহিয়সী নারী অতি কষ্ঠে তার সন্তাদের লালন পালন করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন,ওনার বড় ছেলে নুর হোসেন বেশ কয়েক বছর আগে মারা যায়,মেজ ছেলে মোঃ শাহ আলম সাংবাদিক, মাই টিভি-র আশুলিয়া প্রতিনিধি,সেজ ছেলে মোঃ ইফসুফ আলী ,একজন প্রতিষ্ঠিত ব্যবসাহী,ছোট ছেলে মোঃ আসাদুজ্জামান লিটন,সাংবাদিক এবং ব্যবসাহী,বড় মেয়ে রুচিয়া বেগম লাকসামের একটি সম্ভ্যন্ত পরিবারের গৃহবধু , ছোট মেয়ে ফাতেমা বেগমও নোয়াখালীর একটি সম্ভ্যন্ত পরিবারের গৃহবধু ।এছাড়া ও জনাব শাহ আলম বাংলাদেশ ক্রাইম নিউজের সম্মানিত সম্পাদক এবং আশুলিয়া নিউজ 24 এর উপদেশ্ঠা সম্পাদক,আশুলিয়ার ভাদাইল এলাকায় মূরহূমার প্রথম জানাযা শেষে এম্বুলেন্স যোগে কুমিল্লা মনোহরগন্জের বাইশ গাঁও বাজারের উদ্দেশে রওনা হয়।১৫-৯-১৫ ইং তারিখ সকালে বাইশ গাঁও বাজারে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়,পরে তার ইচ্ছা অনুয়ায়ী তাকে বাইশ গাঁও বাজার মসজিদ এর পাশের গোরস্থানে দাফন করা হয়,তার এ  মৃত্যুতে আশুলিয়া নিউজ 24পরিবার গভির ভাবে শোকাহত,আমরা তার শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি,

No comments:

Post a Comment