আশুলিয়ার বলিভদ্র বাজারে ময়লা ও দুর্ঘন্ধযুক্ত পানিতে রাস্তা ঘাট সয়লাব - ashulia news 24

topads

Ads Here

Sunday, November 1, 2015

আশুলিয়ার বলিভদ্র বাজারে ময়লা ও দুর্ঘন্ধযুক্ত পানিতে রাস্তা ঘাট সয়লাব


মাসুদ রানা:আশুলিয়ার বলিভদ্র বাজারের চাউল বাজার রোডে সেপটিন ট্যাংকের ময়লা ও দুর্ঘন্ধযুক্ত পানিতে সারা বাজারের রাস্তা ঘাট সয়লাব,
বলিবদ্র বাজারের মোঃ আব্দুল আজিজ,মোঃআবুল বাসার,মহিউদ্দিন, মোঃ আলি হোসেন,ইউনুস খান,আব্দুর রাজ্জাক,সাগর,মান্œান.ইয়াসিন,বাতেন,সোহরাব ব্যাপারী, আব্বাস ও অসংখ ব্যবস্াহীরা অভিযোগ করে বলেন হাজী লাল মিয়া সুপার মার্কেটের সেপটিন ট্যাকের ময়লা ও দুর্ঘন্ধযুক্ত পানিতে সারা বাজারের রাস্তা ঘাট বেসে যাচ্ছে । আমরা বাজারের বিভিন্ন দোকানদাররা তাদের কে বার বার বলা সত্বেও তারা আমাদের কথা শুনছেনা,তারা আমাদেরকে বলছে এ পানি আমাদের সেপটিন ট্যাংকির নয় অথচ চাউল বাজারের এই রাস্তায় কোন টিউবয়েল ও নেই যে, সেখান থেকে পানি আসবে ,উপস্থিত ব্যবসাহীরা বলেন রাস্তার মাঝখান থেকে ময়লা ও দুর্ঘন্ধযুক্ত পানি বের হচ্ছে, ব্যবসাহীরা বলেন হাজী লাল মিয়া সুপার মার্কেটের মালিক গফুর মিয়া অত্র এলাকার চেয়ারম্যান হওয়ায় তিনি কারো কথার মূল্য-ই দেন না , তার কাছে এ ব্যপারে বার বার বলেও কোন লাভ হয়নি,অত্র বলিভদ্র বাজারের বিভিন ব্যাবসাহীরা আরো জানান তারা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে বসে আছেন । রাস্তার এই করুন পরিনতির কারণে কোন ক্রেতা তাদের দোকানে আসছে না, ফলে তারা তাদের ব্যবসায় মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে । প্রতি মাসে তাদের লক্ষ লক্ষ টাকা লোকসান হচ্ছে ,এছাড়াও রাস্তায় বিভিন্ন যান বাহন চলার সময় ময়লা ও দুর্ঘন্ধযুক্ত পানি পথচারীদের গায়ে ছিটকে পড়ে, সরজমিনে গিয়ে ব্যবসাহী ও বাজারে আগত ক্রেতা সাদারণের কথার সত্যতা পাওয়া যায় । দেখা যায় চাউল বাজারের রাস্তার মাঝ বরাবর কযেকটি ¯থানে, মাটির নিচ থেকে প্রবল বেগে ময়লা ও দুর্ঘন্ধযুক্ত পানি নির্গত হচ্ছে, বলিভদ্র বাজার থেকে ধামসোনা ইউ পি রোডের মােেঝর কয়েকটি অংশে ময়লা ও দুর্ঘন্ধযুক্ত পানি জমে আছে, , অনেক পথচারীরা জানান এ অবস্থায় রাস্তায় চলাচল তাদের জন্য অত্যন্ত কষ্ঠকর ।এব্যপারে চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হল্ওে তিনি ফোন রিসিভ করেননি, ব্যবসাহী, আগত ক্রেতা ও পথচারীদের দাবী এব্যপারে প্রশাসন যথাযত পদক্ষেপ গ্রহন করবেন।

1 comment:

  1. সেলিনার চায়ের দোকান মাদ্রাসার বাজার,বাগবাড়ী,আশুলিয়া,
    কল করুন সবরকম যৌন ছহিদা
    সুন্দরী কছি বালিকা,সরবরাহ করা হয়।
    01715273916

    ReplyDelete