আশুলিয়া ছিনতাইয়ের ট্রাক ছিনতাইয়ের ৮ঘন্টা পর মালামালসহ - ashulia news 24

topads

Ads Here

Monday, November 2, 2015

আশুলিয়া ছিনতাইয়ের ট্রাক ছিনতাইয়ের ৮ঘন্টা পর মালামালসহ




 মাসুদ রানা :পেঁয়াজ রসুন বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ৮ঘন্টা পর মালামালসহ আশুলিয়া থেকে উদ্ধার। এঘটনায় ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করেছে ্যাব। ্যাব জানায়, রবিবার সন্ধ্যায় পেঁয়াজ রসুনসহ কাঁচামাল বোঝাই একটি ট্রাক ফরিদপুর থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে ট্রাকটি রাত ১০টা নাগাদ নরসিংদী এলাকায় পৌছলে ছিনতাইয়ের কবলে পড়ে ট্রাকটি। এসময় ট্রাকের চালককে উপুর্যপরি আহত করার পর ট্রাকটি ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র। পরে পুলিশ ্যাবের তথ্য আদান-প্রদানের মধ্যে দিয়ে ্যাব- এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে আশুলিয়ার কুড়গাঁও এলাকায় অভিযান চালায়। এসময় কাঁচামাল বোঝাই ট্রাকটি উদ্ধারসহ ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকারিয়া জনি নামের দুই জনকে আটক করা হয়। এঘটনায় সকল আইনী প্রক্রিয়া শেষে আজ দুপুরে আটক দুই ছিনতাইকারীকে আশুলিয়া থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি

No comments:

Post a Comment