মাসুদ রানা :- আশুলিয়ার বেরন এলাকা
থেকে শীর্ষ
সন্ত্রাসী ডাকাতি, ধর্ষনসহ হাফ ডজন
মামলার আসামী
থানা যুবলীগ
নেতা জামান
হোসেন রানা(৪২)কে
বিদেশী পিস্তল
সহ সোমবার
দুপুরে আটক
করেছে পুলিশ।
এসময় তার
সেকেন্ড ইন
কমান্ড কিলার
আক্তার(৩৯)
আটক করা
হয়।
এ ব্যাপারে থানা
পুলিশের সহকারী
উপ-পরিদর্শক
রাসেদুল জানায়,
সোমবার দুপুর
১টায় বেরন
এলাকায় হিন্দুদের
জমি দখল
করতে যায়
একদল অস্ত্রধারী
সন্ত্রাসী । অস্ত্রের মহড়াকালে গোপন
সংবাদের ভিত্তিতে
পুলিশ ঘটনাস্থল
হতে হাতেনাতে
একটি বিদেশী
পিস্তল সহ
আটক করে
জামানকে। এ
সময় তার
ঘনিষ্ঠ কিলার
আক্তারকেও আটক করে ।এ সন্ত্রাসীরা নরসিংহপুর
বাংলাবাজার এলাকার একটি গার্মেন্টস কারখানায়
ডাকাতি মামলার
আসামী। এছাড়া
ধর্ষন, ছিনতাই,
চেক ডিজ
অনার, জমি
দখল ও
প্রতারণার প্রায় হাফ ডজন মামলার
আসামী। ডাকাতি
ও ছিনতাইয়ে
রয়েছে তার
বিশাল সিন্ডিকেট।
তার ভয়ে
এলাকার সাধারণ
মানুষ আতংকে
ছিল। জামান
গাজীপুর সিটি
কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের বাগবাড়ী
এলাকার মেজবাহ
উদ্দিন মন্ডলের
৩য় ছেলে।
সে আশুলিয়ার
গোরাট এলাকায়
বর্তমানে বসবাস
করছে। ইতোপূর্বে
সে ইয়ারপুর
ইউপি আওয়ামী
যুবলীগ সাবেক
সভাপতি ও
বর্তমানে থানা
কমিটির অন্যতম
নেতা। তার
আটকের সংবাদে
এলাকার সাধারণ
মানুষ উল্লাস
প্রকাশ করেছেন।এ
বিষয়ে থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির অস্ত্রসহ
আটকের সত্যতা
স্বীকার করে
বলেন, ঘটনায়
অস্ত্র আইনে
মামলার প্রস্তুতি
চলছে।
No comments:
Post a Comment