সাভারে ১৫ম ফেডেক্স বাংলাদেশ গল্ফ টুর্নামেন্টের সমাপ্তি - ashulia news 24

topads

Ads Here

Sunday, November 1, 2015

সাভারে ১৫ম ফেডেক্স বাংলাদেশ গল্ফ টুর্নামেন্টের সমাপ্তি





মনির হোসেন :সাভারে দুই দিন ব্যাপি অনুষ্ঠিত ১৫ম ফেডেক্স বাংলাদেশ গল্ফ টুর্নামেন্টের সমাপ্তি হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে শনিবার টুর্নামেন্টটির শেষ হয়। পদাতিক ডিভিশন এর জেনারেল অফিসার কমান্ডিংও সাভার গল্ফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান পিএসসি শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এক্সপ্রেস কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তানভীর মাদার সহ অন্যান্য উচ্চ পদস্ত্য কর্মকর্তাগণ। এই টুর্নামেন্টে দেশী-বিদেশী ১০টি গল্ফ ক্লাবের ৩২৯ জন গল্ফার অংশগ্রহণ করেন

No comments:

Post a Comment