আশুলিয়া এক বছর ধরে নিখোঁজ পারুল - ashulia news 24

topads

Ads Here

Sunday, February 10, 2019

আশুলিয়া এক বছর ধরে নিখোঁজ পারুল

আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের মধুপুর এলাকার অস্থায়ী বাসিন্দা নূর জাহান বেগমের একমাত্র কন্যা মোসাঃ পারুল(১৮) গত ১বছর যাবৎ নিখোজ রয়েছে। তার সন্ধান চেয়ে দারে দারে ঘুরে বেড়াচ্ছেন আসহায় মা। আশুলিয়ার বলিভদ্র চালের বাজার ঝাড়ু দিলে চলে তার তার জীবন। দরিদ্র অসহায় এই মহিলা নুন আনতে পান্তু ফুরোয় তার উপর অসুস্থ্য স্বামী আর দুই সন্তানের আহার তুলে দেয়ার দায়িত্ব তার কাধেঁ। মধুপুর পালোন মিয়ার বাড়ীতে একটি রুমে ভাড়া থাকে দরিদ্র নূরজাহান ও তার পরিবার। ০মায়ের পাশাপাশি সবেমাত্র সংসারের হাল ধরতে গার্মেন্টসে চাকুরী নিয়েছিল সংসারের বড় সন্তান  মেয়ে পারুল  ঠিক তখনী চোখ পড়ে পাশের রুমের ভাড়াটিয়া বি বাড়িয়া জেলার নবীনগর থানার গাজীর কান্দি উত্তর পাড়া গ্রামের  মোঃ আবু নাসির গাজীর  ছেলে আলামিন গাজীর নানা কৌশলে প্রেমের ফাদেঁ ফেলে । দরিদ্র মানুষ মান সম্মানের কথা চিন্তা করে আলামিনের সহিত গত ২৩-০২-১৮ইং  তারিখে বগাবাড়ি কাজি অফিসে দুই পরিবারের সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের সাত দিন পর আলামিন ও তার পরিবার পারুলকে সাথে নিয়ে বাড়ী ওয়ালার বাসা ভাড়া অনন্যাে দোকানদারদের বহু টাকা না দিয়ে পালিয়ে যায়। সেই থেকে অদ্যবধি পারুলের আর কোন সন্ধান পায়নি তার পরিবার। এ ব্যাপারে  কান্না জড়িত কণ্ঠে পারুলের মা নুরজাহান জানান, আমারদেশের বাড়ী সিরাজগঞ্জ জেলার সদর থানার সলি সিরাজগঞ্জ গ্রামে।  আলামিন আমার ভাড়া বাসার পাশের রুমের ভাড়াটিয়া ছিল সে আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করতে রাজি করায় আমার মেয়ের বয়স কম তাকে এখনি বিয়ে দিতে চাইনি পরে মানসম্মানের কথা চিন্তা করে তাকে বিয়ে দেই। বিয়ের এক সাপ্তাহ পরেই বাড়ী ওয়ালার বাসা ভাড়া দোকানদারদের দোকান বাকির টাকা না দিয়ে আমার সহজ সরল মেয়ে নিয়ে পালিয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত তার কোন খোজ খবর নেই। এ ব্যাপারে আমি আশুলিয়া থানায় একটি জিডি করি যার নং
তিনি সংস্লিষ্ট সকলের নিকট তার মেয়ের সন্ধান দাবী করেন।


No comments:

Post a Comment