সাভার প্রতিনিধিঃ
রড বোঝাই ট্রাকের সাথে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জসিম উদ্দিন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ পুলিশ সদস্য। নিহতের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।
সোমবার ভোর ৫টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত এএসআই জসিম উদ্দিন মাদারীপুর জেলার সদর থানার ব্রাম্মনদ্দি এলাকার মোকছেদ চাপরাশীর ছেলে। সে বিগত ২০১৭ সালে আশুলিয়া থানায় যোগদান করে। এ সময় পুলিশ ভ্যানের চালক দুলাল মিয়া, কনস্টেবল অনিক আহমেদ ও নাজমুল হুদা গুরুতর আহত হয়।
পুলিশ জানায়, ভোরে মরাগাঙ এলাকার টহল দায়িত্ব পালন শেষে পুলিশ ভ্যানে করে আশুলিয়া থানায় ফিরছিলেন এএসআই জসিম উদ্দিন, পুলিশ ভ্যানের চালক দুলাল মিয়া, অনিক ও নাজমুল। এ সময় তারা ঘোষবাগ এলাকায় পৌছালে তাদের বহনকারী পুলিশ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা রড বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এএসআই জসিম উদ্দিনসহ আহত হন ৪ জন। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক জসিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত এএসআই জসিমউদ্দিনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
No comments:
Post a Comment