আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ার রাস্তার পাশ থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে আশুলিয়ার কাঠগড়ার পালোয়ান পাড়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, হাত-পা ও মাথাবিহীন অবস্থায় উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি। তার শরীরের আঘাতের চিহৃ রয়েছে। এমনকি লাশ কিছুদিনের আগের হতে পারে। কারণ ইতিমধ্যে মৃতদেহ পচন ধরেছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে র্দুবৃত্তরা। তিনি আরো জানান, নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিহত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
No comments:
Post a Comment