আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ এক ডাকাত নিহত । পুলিশের দাবি, ডাকাতদের দুই গ্রুপের মাঝে গোলাগুলিতে ঐ ডাকাত নিহত হয়েছে । এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার দিবগত (১১ মে) রাত ২টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মিরাজ হোসেন জানান, আশুলিয়ার মরাগাঙ্গ এলাকা গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় পৌছলে সেখানে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি তাকে নিয়ে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষনা করে । পরে তার লাশের ময়না তদেন্তর জন্য সোরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান,নিহত ঐ ডাকাতের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত করণে ব্যার্থ হলে তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
No comments:
Post a Comment