সাভার প্রতিনিধিঃ
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে সাভারের বলিয়ারপুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসি।
শুক্রবার দুপুরে সাভারের বলিয়ারপুর বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে প্রথমে মানববন্ধন করা হয়। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকাবাসিরা।
এ সময় এলাকাবাসী বলেন, সম্পতি সাভারে বিভিন্ন বাড়িতে পল্লীবিদ্যুৎ কতৃপক্ষ প্রিপেইড মিটার বসাচ্ছে,এই প্রিপেইড মিটার অতিরিক্ত বিল কাটে আর এই মিটারে টাকা ভরানো ঝামেলার ব্যপার, এছাড়াও টাকা শেষ হওয়ার সাথে সাথে বিদ্যু বন্ধ হয়ে যায় ফলে আমাদের পড়তে হয় বিপাকে আর তাই আজকে আমাদের এই প্রতিবাদ। শুক্রবার দুপুরে বলিয়ারপুর এলাকাবাসী জুম্মার নামাজের পরে ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে বিক্ষুব্ধ এলাকাবাসীকে সড়িয়ে দিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
এসময় বিক্ষোভ মিছিলে অত্র এলাকার কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।
No comments:
Post a Comment