আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ার গকুল নগর এলাকার মাদারটেক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১০টায় শুরু হয়ে একটানা ভোট গ্রহন চলে বিকেল ৪টা পর্যন্ত । ৩২২টি ভোটের মধ্যে ৩০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন নাহারের উপস্থিতিতে এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন। ভোট গ্রহন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। ৬জন অভিভাবক প্রার্থীর মাঝে ৪ জনকে বিজয়ী হিসেবে ঘোষনা করা হয়। ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল হোসাইন, ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জাফর হোসেন, ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সফিক উদ্দিন কুটি ও ১০৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক।
ভোট গ্রহনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুর রহমান। এ সময় উৎসব মুখর ও সুষ্ঠ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য বিদ্যালয় কতৃপক্ষকে ধন্যবাদ জানান ভোট দিতে অাসা অভিভাবক বৃন্দ।
No comments:
Post a Comment