আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়ায় লিচু বোঝাই ট্রাকের সাথে ব্যাটারী চালিত অটোর সংঘর্ষে নাদিম হোসেন নামে শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এসময় শিল্প পুলিশের আরও ৩ সদস্যসহ মোট ৪ জন আহত হয়েছেন। বুধবার (৫ জুন) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজারের সামনে এই দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- শিল্প পুলিশের নায়েক জাকারিয়া, কনস্টেবল কাউছার, কনস্টেবল আনিছুজ্জামান এবং অটো চালক।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় সাহা জানান, ডিইপিজেডের নতুন জোন থেকে রাতের ডিউটি শেষে সকালে শিল্প পুলিশের ওই ৪ সদস্য ব্যাটারী চালিত একটি অটোতে করে তাদের ব্যারাকে যাচ্ছিল। ব্যারাকে যাবার পথে গণকবাড়ি এলাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লিচু বোঝাই ট্রাক পুলিশবাহী ব্যাটারী চালিত অটোটিকে ধাক্কা দেয়। এতে শিল্প পুলিশের ৪ সদস্য ও অটো পরে তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকে
No comments:
Post a Comment