সাভার প্রতিনিধি:
সাভারে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে খোকন (৫৫) ও সোহেল (৪৫) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে সাভারের মজিদপুর জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
মৃত খোকন সাভারের রেডিও কলনির ছাবিথী এলাকার ও সোহেল আশুলিয়া কুটুরিয়া এলাকায় থেকে ওই নির্মাণাধীন ভবনে কাজ করতেন।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহাম্মেদ জানান, দুপুরে ওই দুই শ্রমিক মজিদপুরে নির্মাণাধীন ভবনের নতুন সেপটিক ট্যাংকের ভেতর আটকা পড়ার খবর পেয়ে বিকেলে ফায়ার সার্ভিসের সদ্যসরা ঘটনাস্থলে গিয়ে ওই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েদ পেয়াল বলেন, নিহতদের নাম জানতে পারলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।দ
No comments:
Post a Comment