সাভারে চাঁদা না পেয়ে কারখানার মালামাল লুটে নিলো সন্ত্রাসীরা - ashulia news 24

topads

Ads Here

Friday, October 30, 2015

সাভারে চাঁদা না পেয়ে কারখানার মালামাল লুটে নিলো সন্ত্রাসীরা





 মাসুদ রানা সাভার থেকে:

সাভারে চাঁদা না পেয়ে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে একটি পোশাক কারখানার মালামাল লুটে নিয়ে গেছে সন্ত্রাসীরাবৃহস্পতিবার সকালে সাভারের তেতুলঝোড়া ইউনিয়েনের শোভাপুর এলাকায় ইনডেক্স এ্যাপারেলন্স কারখানায় এ ঘটনা ঘটে কারখানা কর্তৃপক্ষ জানান, কয়েক দিন ধরে ইনডেক্স এ্যাপারেলন্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আলমের কাছে কয়েক লক্ষ টাকা চাঁদা চেয়ে আসছিলো শোভাপুর এলাকার সন্ত্রাসী জসিম, রায়হান ও মাসুদপরে সে টাকা দিতে অস্বীকৃতি জানালে আজ সকালে সন্ত্রাসীরা প্রকাশ্যে কারখানায় প্রবেশ করে শিফমেন্টের ১০৮ কাটুন রেডিমেন্ট টপ বটন সেট গাড়িতে করে লুটপাট করে নিয়ে যায়যার আনুমানিক মুল্য ১৯ লক্ষ টাকা
  এদিকে শিফমেন্টের মালামাল ছিনতাই করে নিয়ে যাওয়ায় ওই  কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিকদেরবেতন দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে কারখানা মালিকের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন

No comments:

Post a Comment