আওয়ামী লীগের সাবেক সাংসদের পুত্রবধূ,দেবরের গুলিতে নিহত - ashulia news 24

topads

Ads Here

Wednesday, October 7, 2015

আওয়ামী লীগের সাবেক সাংসদের পুত্রবধূ,দেবরের গুলিতে নিহত



আশুলিয়া নিউজ 24:
খুলনা শহরের নিজ বাসায় দেবরের গুলিতে রাব্বী 


সুলতানা লিপি (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
তিনি খুলনা-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন আহমেদের পুত্রবধূ।
বুধবার রাত সাড়ে আটটার দিকে মহানগরীর সাউথ সেন্ট্রাল রোড সংলগ্ন পুলিশ লাইন পূর্ব গলিতে এ ঘটনা ঘটে।
নিহত লিপি এমপির বড় ছেলে কামাল উদ্দীন হেলালের স্ত্রী। হেলাল পবিত্র হজব্রত পালনে বর্তমানে মক্কায় রয়েছেন।
খুলনা মহানগর পুলিশের মুখপাত্র বিশেষ শাখার এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু গুলিবিদ্ধ হয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওই গলির একটি পাঁচতলা ভবনের পাঁচতলায় লিপি বসবাস করে আসছিলেন। নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হয়েছেন।’
স্থানীয়দের বরাতে মনিরুজ্জামান জানান, দেবর হেদায়েত মোল্লার গুলিতে লিপি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসা থেকে একটি শটগান জব্দ করা হয়েছে।
ঘটনার সময় খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মোল্লা জালাল বাড়িতেই ছিলেন। তিনি পুলিশকে জানিয়েছেন, তার ভাতিজা মোল্লা হেদায়েত উল্লার হাতে থাকা শটগানের গুলিতে পুত্রবধূ লিপি নিহত হয়েছেন।
ঘটনার পর থেকে মোল্লা হেদায়েত উল্লা পলাতক। মৃত্যুর ব্যাপারে মোল্লা জালাল ও তার পরিবারের কেউ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলছেন না।
মোল্লা জালাল উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের খাটের ওপর হেলান দেওয়া অবস্থায় পড়ে আছে লিপির মরদেহ। মুখ ওড়না দিয়ে ঢাকা। দেয়ালে রক্তের দাগ। ঘরের মেঝেতে পড়ে আছে একটি শটগান। মনে হচ্ছে, খাটে বসে থাকা অবস্থায় লিপি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, সাবেক এমপি মোল্লা জালাল উদ্দিন তাদের জানিয়েছেন- তার স্ত্রীকে নিয়ে ছেলে হেলাল (নিহত গৃহবধূর স্বামী) হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। তারা এখনো ফিরেননি।
রাত সাড়ে আটটার দিকে তার লাইসেন্স করা শটগান নিয়ে নাড়াচাড়া করছিলেন ভাতিজা হেদায়েত। ওই সময় একটি গুলি বের হয়ে তার পুত্রবধূ লিপির মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ আসার আগেই হেদায়েত পালিয়ে যান। নিহত গৃহবধূর রাফসান নামে একটি মাত্র সন্তান রয়েছে।

No comments:

Post a Comment