পীযুষ বন্দোপাধ্যায়সহ চার জনের বিরুদ্ধে দু দ ক এর মামলা - ashulia news 24

topads

Ads Here

Thursday, October 8, 2015

পীযুষ বন্দোপাধ্যায়সহ চার জনের বিরুদ্ধে দু দ ক এর মামলা


DHAKATODAY_1444234035
 স্টাফ রিপোটারঃবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মালামাল ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংস্থার সাবেক এমডি ও বিশিষ্ট অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায়সহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে।বুধবার রাজধানীর তেজগাঁও থানায় বাদী হয়ে মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক হামিদুল হাসান।মামলার এজাহারে বলা হয়,অভিযুক্তরা বিদেশ থেকে চলচ্চিত্র সরঞ্জামাদি কেনার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে পরষ্পর যোগসাজসে সরকারের ৩ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার টাকা ক্ষতি সাধনের মাধ্যমে আত্মসাৎ করেছেন।অভিযুক্ত অন্যরা হলেন, বিদেশী নাগরিক মি: জন নোয়্যাল, আমদানিকারক খন্দকার শহীদুল ও এফডিসির প্রকল্প পরিচালক (ক্রয়) মো: শফিকুল ইসলাম।এজাহারে আরো বলা হয়, বিদেশ থেকে চলচ্চিত্র সাসগ্রী কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে বেশি দাম উল্লেখ করে সরকারের অর্থ আত্মসাৎ করা হয়। এতে তারা নিজেরা লাভবান হয়েছেন ও অন্যকে লাভবান হতে সহায়তা করা হয়েছে।

No comments:

Post a Comment